Logo

আন্তর্জাতিক

গুজরাটে হোলির অনুষ্ঠানে আগুন, নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৩:৩৭

গুজরাটে হোলির অনুষ্ঠানে আগুন, নিহত ৩

রাজকোটের এক বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ৩০ জন। জানা গেছে, শুক্রবার হোলির অনুষ্ঠান চলাকালীন ভবনের একাংশে আগুন লাগে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে এ খবর জানা গেছে।

জানা গেছে, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো ৩০ জন বাসিন্দা ভবনের ষষ্ঠ তলায় আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডে কয়েকজন দমকল কর্মীও আহত হয়েছেন। আগুন নেভাতে একাধিক দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

প্রসঙ্গত, রাজকোটে আগেও এমন ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বছর টিআরপি গেমিং জোনে অগ্নিকাণ্ডে ২৭ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর শহরের আবাসন, গেমিং জোন ও বসতিপূর্ণ স্থানগুলোর অডিটের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটলো রাজকোটে।

এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গুজরাট আগুন নিহত আহত হোলি অনুষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর