Logo

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের নদীয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১৬:০৯

পশ্চিমবঙ্গের নদীয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় চাপড়া বাজারে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পুলিশ স্থানীয় চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়ির ড্রাইভার মাতাল অবস্থায় তিনটি অটোরিকশাকে ধাক্কা মারে। উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে। 

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর