যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর তাণ্ডব, নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৮:৩৮

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যেই ১২ জনের মৃত্যু হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্য জুড়ে ৮০টির মতো শক্তিশালী টনের্ডো বয়ে গেছে। বহু গাড়ি উল্টে গেছে ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
টেক্সাসে প্রবল ধূলিঝড়ের ফলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ওকলাহোমা ও আরকানসাসেও প্রাণহানির খবর পাওয়া গেছে।
শনিবার দুপুর পর্যন্ত টেক্সাস, মিসৌরি ও ইলিনয়সহ ছয়টি রাজ্যে ২ লাখ ৪০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে ট্র্যাকার সংস্থা পাওয়ারআউটেজ।
দক্ষিণাঞ্চলে আরও ভয়াবহ আবহাওয়া দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মিসিসিপি, পূর্ব লুইজিয়ানা ও পশ্চিম টেনেসিতে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে।
একইসঙ্গে হঠাৎ বন্যা ও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে মিসিসিপি, লুইজিয়ানা, টেনেসি, আলাবামা ও আরকানসাসের বিভিন্ন অংশে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ (এনডব্লিউএস) সতর্ক করে বলেছে, এই বন্যাগুলো প্রাণঘাতী হতে পারে।
শনিবার সকালে কেন্দ্রীয় মিসিসিপিতে টর্নেডো সতর্কতা (সর্বোচ্চ স্তরের বিপদ সংকেত) জারি করা হয়।
এনডব্লিউএস বলেছে, এই এলাকায় একাধিক তীব্র ও দীর্ঘস্থায়ী টর্নেডো আঘাত হানতে পারে। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। এই অঞ্চলে থাকলে নিরাপদ ও মজবুত স্থানে আশ্রয় নিন। ঝড় না থামা পর্যন্ত সেখানেই থাকুন।
মিসৌরির গভর্নর মাইক কিহো বলেছেন, এই ভয়াবহ ঝড় ও টর্নেডোর ফলে আমাদের রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেকের প্রাণহানি ঘটেছে।
মিসৌরির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রাজ্যজুড়ে ১৯টি টর্নেডো ২৫টি কাউন্টিতে আঘাত করেছে।
আরকানসাসে তিনজনের মৃত্যু ও ২৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও তার রাজ্যে সম্ভাব্য ভয়াবহ আবহাওয়ার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ওকলাহোমায় এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে সিবিএস নিউজ জানিয়েছে।
শুক্রবার রাতে টেক্সাসে ভয়াবহ ধূলিঝড় হয়। ওই ঝড়ের কবলে পরে ৩৮টি গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়। এতে তিনজন প্রাণ হারান।
টেক্সাস রাজ্যের জননিরাপত্তা বিভাগ থেকে সার্জেন্ট সিন্ডি বার্কলি বলেছেন, ‘এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। ধূলিঝড় থামার আগ পর্যন্ত বুঝতেই পারিনি কতগুলো গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।’
টেক্সাসে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
টেক্সাস ও ওকলাহোমার এই বিধ্বংসী ঝড়ের কারণে ১০০টিরও বেশি দাবানল সৃষ্টি হয়েছে। ওকলাহোমায় ‘৮৪০ রোড ফায়ার’ নামের একটি দাবানল ইতোমধ্যেই সাড়ে ২৭ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে, যা এখনো নিয়ন্ত্রণে আসেনি।
টর্নেডো তৈরি হয় যখন গরম ও আর্দ্র বাতাস উপরের ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে বজ্রমেঘ তৈরি করে। বাতাসের দিক পরিবর্তনের ফলে এটি ঘূর্ণায়মান আকার নেয় এবং বাতাস যখন ওপরের দিকে প্রবাহিত হয়, যা একটি টর্নেডোর সৃষ্টি করে।
যুক্তরাষ্ট্রের যে অংশগুলো প্রায়ই টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, সেটিকে ‘টর্নেডো অ্যালি’ বলা হয়। ওই অঞ্চলের ভৌগোলিক গঠন টর্নেডোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।
২০২৪ সালে টর্নেডো সম্পর্কিত ঘটনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে টেক্সাসে ৯ জন, ওকলাহোমায় ৮ জন, আরকানসাসে ৫ জন ও মিসৌরিতে ১ জন মারা গেছেন।
টর্নেডোর মৌসুম সাধারণত মে থেকে জুনের মধ্যে থাকে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এটি সারা বছরই ঘটতে পারে।
ওএফ