রিয়াদের প্রাচীন মসজিদ ‘আল-রুসা’র পুনর্নির্মাণ

মুহাম্মদ সরকার
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৪৮
-67d69e8859286.jpg)
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঐতিহাসিক ও প্রাচীন মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে রিয়াদের প্রাচীন মসজিদ ‘আল-রুসা’র পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, এই মসজিদটি মাজমা কমিশনারিতে অবস্থিত এবং হিজরি ১৩৬৫ থেকে ১৩৭০ সালের মধ্যে নির্মিত হয়েছিল।
পুনর্নির্মাণের আগে মসজিদটির অবস্থান ছিল ৬৬৩ বর্গমিটার জায়গার ওপর, যা সম্প্রসারণের পর ৭০৫ বর্গমিটার করা হয়েছে। বর্তমানে এতে ২১০ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
প্রাচীন আল-রুসা মসজিদের পুনর্নির্মাণ এমনভাবে করা হয়েছে, যাতে এর মূল নকশা ও ঐতিহ্যগত পরিচয় অক্ষুণ্ন থাকে, তবে আধুনিক সকল সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে।
প্রকল্পের প্রথম পর্যায়ে সৌদি আরবের ১০টি অঞ্চলের ৩০টি মসজিদ পুনরুদ্ধার করা হয়েছিল, যা ভিশন ২০৩০-এর লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য সৌদি আরবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং মসজিদগুলোর গুরুত্ব তুলে ধরা।
সূত্র : উর্দু নিউজ