-67d800eeb2e59.jpg)
পুরনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লিগের (এন) প্রধান নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. জাকির নায়েক।
সোমবার (১৭ মার্চ) ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নওয়াজ শরিফের বাসভবন জাতি উমারায় সংক্ষিপ্ত এ বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকে ধর্মীয়, রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেন দুইজন।
এর আগে, গত বছরের অক্টোবরেও নওয়াজ শরিফ ও ড. জাকির নায়েক একটি বৈঠক করেছিলেন। সে সময় জাকির নায়েক পাকিস্তান সরকারের আমন্ত্রিত অতিথি ছিলেন।
সূত্র : ডেইলি জংগ