Logo

আন্তর্জাতিক

নওয়াজ শরিফের সঙ্গে ড. জাকির নায়েকের বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:০০

নওয়াজ শরিফের সঙ্গে ড. জাকির নায়েকের বৈঠক

পুরনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লিগের (এন) প্রধান নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. জাকির নায়েক। 

সোমবার (১৭ মার্চ) ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, নওয়াজ শরিফের বাসভবন জাতি উমারায় সংক্ষিপ্ত এ বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকে ধর্মীয়, রাজনৈতিক ও সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেন দুইজন।

এর আগে, গত বছরের অক্টোবরেও নওয়াজ শরিফ ও ড. জাকির নায়েক একটি বৈঠক করেছিলেন। সে সময় জাকির নায়েক পাকিস্তান সরকারের আমন্ত্রিত অতিথি ছিলেন। 

সূত্র : ডেইলি জংগ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ড. জাকির নায়েক নওয়াজ শরিফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর