Logo

আন্তর্জাতিক

সাইকেলে হজযাত্রা, পাড়ি দিচ্ছেন ৬ হাজার কিলোমিটার পথ

Icon

মুহাম্মদ সরকার

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৭:৩৯

সাইকেলে হজযাত্রা, পাড়ি দিচ্ছেন ৬ হাজার কিলোমিটার পথ

অন্তত ৬ হাজার কিলোমিটারের দীর্ঘ পথ সাইকেলে পাড়ি দিয়ে পবিত্র হজ পালন করবেন তুর্কি এক নাগরিক। এরই মধ্যে জার্মানি থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। 

সাবাক নিউজ জানিয়েছে, ওই তুর্কি যুবকের নাম বুরাক ওজতুর্ক। বয়স মাত্র ২৬ বছর। বুরাক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, হজের নির্ধারিত সময়ের আগেই মক্কায় পৌঁছে যাবেন তিনি।

বর্তমানে জার্মানিতে বসবাসরত ওজতুর্ক তার যাত্রার প্রথম ধাপে অস্ট্রিয়া পৌঁছাবেন। এরপর তিনি স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো, উত্তর মেসিডোনিয়া, গ্রিস, তুরস্ক, সিরিয়া ও জর্ডান হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন।

যদিও তিনি মক্কায় পৌঁছানোর নির্দিষ্ট তারিখ জানাননি, তবে তার বক্তব্য অনুযায়ী, তিনি অবশ্যই হজ শুরুর আগেই সেখানে পৌঁছবেন। তিনি জানান, গত দুই বছর ধরে তিনি এই যাত্রার পরিকল্পনা করছিলেন, তবে ব্যক্তিগত কারণে কিছুটা দেরি হয়েছে।

ভ্রমণের সময় কোনো আইনি সমস্যার সম্মুখীন না হওয়ার জন্য তিনি প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

সূত্র : উর্দু নিউজ 

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বুরাক ওজতুর্ক সাইকেলে হজযাত্রা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর