Logo

আন্তর্জাতিক

নির্বাসন ফ্লাইট নিয়ে ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করলেন ফেডারেল বিচারক

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১১:৩০

নির্বাসন ফ্লাইট নিয়ে ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করলেন ফেডারেল বিচারক

যুক্তরাষ্ট্রের অ্যালিয়েন এনিমিজ অ্যাক্ট-এর অধীনে ভেনেজুয়েলার অভিবাসীদের বহিষ্কারের জন্য পরিচালিত ফ্লাইটগুলোর বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন জেলা বিচারক জেমস বোয়াসবার্গ। সোমবার (১৭ মার্চ) একটি ব্যতিক্রমী শুনানির সময় বিচারক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতের আগের আদেশ সত্ত্বেও বিমানগুলো ফেরত না আনার বিষয়ে তারা সম্পূর্ণ উদাসীন।

এই বিশেষ শুনানিতে বিচারক বোয়াসবার্গের প্রশ্নের জবাব এড়িয়ে যান মার্কিন বিচার বিভাগ (ডিওজে)-এর এক আইনজীবী। আইনজীবী দাবি করেন, তিনি ‘অনুমোদিত নন’ ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। এটি একটি বিরল ঘটনা যেখানে একজন আইনজীবী সরাসরি বিচারকের প্রশ্ন উপেক্ষা করেন।

আদালতে যুক্তি উপস্থাপন করতে গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অভিষেক কাম্বলি দাবি করেন, মৌখিক আদেশের আইনি গুরুত্ব ছিল না, কারণ সেটি লিখিত আদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। তবে বিচারক বোয়াসবার্গ এ বিষয়ে কঠোর ভাষায় প্রশ্ন করেন, ‘আপনি বলছেন যে খুব স্পষ্ট একটি নির্দেশ আপনি উপেক্ষা করতে পারেন, কারণ এটি লিখিত আদেশে ছিল না?’ 

তিনি আরও বলেন, ‘এই বিমানগুলো কি যুক্তরাষ্ট্রে ফেরানো ভালো সিদ্ধান্ত হতো না, তার বদলে আপনারা বলছেন, ‘আমরা যা ইচ্ছা করব’?’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার বিকেলে জানান, বিচারকের লিখিত আদেশ আসার আগেই সংশ্লিষ্ট সব বিমান যুক্তরাষ্ট্রের সীমানা ছেড়ে চলে গিয়েছিল। তবে তিনি যুক্তি দেন, আইনি কার্যকারিতার প্রশ্নে তাদের আইনজীবীরা আদালতে কিছু সন্দেহ উত্থাপন করতে চান।

এসিএলইউ (আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন) আদালতে একটি আবেদন দাখিল করে অভিযোগ তোলে প্রশাসন আদালতের আদেশ লঙ্ঘন করেছে। তারা দাবি করে, বিচারকের মৌখিক আদেশের পরও ফ্লাইটগুলো হন্ডুরাসে অবতরণ করে। পরে এল সালভাদরে চলে যায়, যা আদালতের আদেশের কয়েক ঘণ্টা পর ঘটে।

শুনানির শেষে বিচারক বোয়াসবার্গ আদেশ দেন যে, প্রশাসনকে ফ্লাইটের নির্দিষ্ট সময়সীমা এবং এ সংক্রান্ত তথ্য জমা দিতে হবে বা তথ্য না দেওয়ার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে মঙ্গলবার দুপুরের মধ্যে। তিনি ব্যঙ্গ করে মন্তব্য করেন, ‘আমি এটি লিখিত আদেশে বিস্তারিতভাবে উল্লেখ করব, যেহেতু আমার মৌখিক আদেশের খুব একটা মূল্য নেই বলে মনে হচ্ছে।’

এ ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে, ট্রাম্প প্রশাসন কর্তৃক অভিবাসন নীতি এবং ফ্লাইট সংক্রান্ত তথ্য প্রকাশের বিষয়ে আদালতের সঙ্গে সহমত না হওয়া নিয়ে একটি নতুন বিতর্কের জন্ম হয়েছে।

  • কেই/এমজে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র নির্বাসন ফ্লাইট ট্রাম্প প্রশাসন কটাক্ষ ফেডারেল সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর