Logo

আন্তর্জাতিক

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : জয়শঙ্কর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২০:০৪

আরও ২৯৫ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র : জয়শঙ্কর

যুক্তরাষ্ট্রে থাকা আরও ২৯৫ জন ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) ভারতের সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

তিনি জানান, এই অভিবাসীরা বর্তমানে মার্কিন প্রশাসনের হেফাজতে রয়েছেন এবং তাদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে।

সংসদে সিপিএম নেতা জন ব্রিটাস এই বিষয়ে প্রশ্ন তুললে জয়শঙ্কর জানান, ২০২৫ সালে এখন পর্যন্ত ৩৮৮ জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। আরও ২৯৫ জনকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।

তিনি আরও বলেন, ৫ ফেব্রুয়ারি ফেরত পাঠানো অভিবাসীদের হাতকড়া পরিয়ে বিমানে বসানো নিয়ে ভারত সরকার উদ্বেগ জানিয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা হয়েছে এবং ১৫ ও ১৬ ফেব্রুয়ারির ফ্লাইটে থাকা নারী ও শিশুদের আর হাতকড়া পরানো হয়নি।

ভারতের অভিবাসন পরিস্থিতি নিয়ে দেশটির বিরোধী দলগুলো কড়া সমালোচনা করেছে। কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, এভাবে ভারতীয়দের ফেরত পাঠানো অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে দেশটি বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে। বিষয়টি নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। সূত্র : সংবাদ প্রতিদিন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র এস জয়শঙ্কর ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর