নিউইয়র্কে ভুলভাবে গ্রেপ্তার হওয়া অভিবাসীরা পাবেন ১০ হাজার ডলার

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৯:৩২

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভুলভাবে গ্রেপ্তার হওয়া অভিবাসীরা এখন ১০ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। গত কয়েক মাসে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর অভিযান চলাকালে দশ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার হন।
তবে তাদের মধ্যে প্রায় ৫০ শতাংশের কোনো অপরাধমূলক রেকর্ড বা বিচারাধীন অভিযোগ ছিল না। বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। এ আটটের ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
গত ডিসেম্বর নিউইয়র্ক সিটি শহর কর্তৃপক্ষ ৯২.৫ মিলিয়ন ডলার মূল্যবান এক নিষ্পত্তিতে পৌঁছেছিল, যেখানে শহরের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা আইসিই’র আটক অনুরোধের ভিত্তিতে অবৈধভাবে অভিবাসীদের আটকে রেখেছিল। যদিও শহর কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনো অন্যায় অস্বীকার করেছে। তবে তারা এই নিষ্পত্তির মাধ্যমে মামলার খরচ ও অনিশ্চয়তা এড়াতে সম্মত হয়েছে।
এই নিষ্পত্তির মাধ্যমে মেক্সিকো, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, জ্যামাইকা, ইকুয়েডর, কিউবা, কলম্বিয়া, ট্রিনিদাদ ও টোবাগো, হন্ডুরাস ও গায়ানার নির্দিষ্ট অভিবাসীরা ১০ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণের জন্য যোগ্য হতে পারেন।
যারা ১ এপ্রিল ১৯৯৭ থেকে ২১ ডিসেম্বর ২০১২ এর মধ্যে আটক হয়েছেন এবং নিম্নলিখিত শর্ত পূরণ করেছেন তারা ক্ষতিপূরণের জন্য যোগ্য:
- যাদের নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন্স নির্ধারিত মুক্তির তারিখের পরেও আটকে রাখা হয়েছে।
- যারা মুক্তির শর্ত পূরণ করার পরেও শুধুমাত্র আইসিই’র আটক অনুরোধের কারণে মুক্তি পেতে বিলম্বিত হয়েছেন।
- কেউ এই ক্ষতিপূরণের জন্য যোগ্য হলে অফিশিয়াল নিষ্পত্তি ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করে ১৫ মে ২০২৫ এর মধ্যে আবেদন জমা দিতে হবে।
এই নিষ্পত্তি অভিবাসী অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে, যার মাধ্যমে অন্যায়ভাবে আটক হওয়া ব্যক্তিরা কিছুটা হলেও ন্যায়বিচার পাবেন।
কেই/এমজে