Logo

আন্তর্জাতিক

গাজার চিকিৎসককে ‘অবৈধ যোদ্ধা’ বানাল ইসরায়েলি আদালত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৮:২৩

গাজার চিকিৎসককে ‘অবৈধ যোদ্ধা’ বানাল ইসরায়েলি আদালত

ইসরায়েলি আদালত গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার ছয় মাসের আটকাদেশ বহাল রেখেছে।  

মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, বীরশেবা আদালত আটকাদেশের বিষয়টি নিশ্চিত করেছে। আবু সাফিয়াকে ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।  

শুনানির সময়, ইসরায়েলের দক্ষিণ জেলা প্রসিকিউটর আদালতে একটি গোপন নথি উপস্থাপন করে দাবি করেন যে আবু সাফিয়া ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

তবে, মানবাধিকার সংগঠন আল মিজান সেন্টারের এক আইনজীবী যিনি আবু সাফিয়ার পক্ষে লড়ছিলেন তিনি তার নির্দোষ হওয়ার পক্ষে যুক্তি দেন। 

তিনি জানান, আবু সাফিয়া শুধুমাত্র কামাল আদওয়ান হাসপাতালে চিকিৎসা ও প্রশাসনিক কাজে নিয়োজিত ছিলেন। তিনি গোপন নথির কপি চাইলেও প্রসিকিউশন তা প্রদানে অস্বীকৃতি জানায়। আদালতও এই সিদ্ধান্তকে সমর্থন করে।  

১২ ফেব্রুয়ারি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডার ‘অবৈধ যোদ্ধা আইন’ অনুযায়ী, আবু সাফিয়ার আটকাদেশ জারি করেন, যা নিয়মিত বিচারের পরিবর্তে বিশেষ আইনের আওতায় পড়ে। এই আইনের অধীনে, আটকাদেশের আদেশ ৪৫ দিনের মধ্যে বীরশেবা কেন্দ্রীয় আদালতের অনুমোদন পেতে হয়।  

ইসরায়েলি দখলদার বাহিনী গত বছরের ২৭ ডিসেম্বর সামরিক অভিযান চালিয়ে গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতাল খালি করিয়ে দেওয়ার পর ডা. আবু সাফিয়াকে আটক করে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর