Logo

আন্তর্জাতিক

‘বাংলাদেশি’দের নিয়ে দুশ্চিন্তায় ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২২:১৫

‘বাংলাদেশি’দের নিয়ে দুশ্চিন্তায় ভারত

ভারতের লোকসভায় বৃহস্পতিবার পাশ হলো নতুন অভিবাসন বিল (অভিবাসন এবং বিদেশি নাগরিক বিল-২০২৫), যা দেশটির জাতীয় নিরাপত্তা আরও মজবুত করতে সহায়তা করবে বলে দাবি করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিলের মাধ্যমে অবৈধ অভিবাসন রোধ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং পরে অমিত শাহ তার বক্তব্যে জানান, ‘ভারত কোনো ধর্মশালা নয়, দেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে এমন কাউকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’

তিনি আরও জানান, ‘যদি কেউ দেশের উন্নয়নে অবদান রাখতে চান, তাদের সবসময় স্বাগত জানানো হবে।’ তবে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন শাহ। 

তিনি অভিযোগ করেন, আসাম এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে, বিশেষ করে কংগ্রেস এবং তৃণমূল সরকারের শাসনকালে।

শাহ বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়া নথির মাধ্যমে ভারতীয় আধার কার্ড পাচ্ছে, যা দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। পশ্চিমবঙ্গের সীমান্তে কাঁটাতারের কাজ আটকে থাকার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, যার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন। তৃণমূল অবশ্য শাহের এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং বিএসএফের কার্যক্রমে ত্রুটির অভিযোগ করেছে।

এ বিষয়ে তৃণমূলের মুর্শিদাবাদের সংসদ সদস্য আবু তাহের খান মন্তব্য করেছেন, ‘অমিত শাহের বক্তব্যে তার ব্যর্থতা স্পষ্ট। বিএসএফ যদি সীমান্তরক্ষার বদলে অনৈতিক কাজকর্মে যুক্ত হয়, তার দায় রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের।’ সূত্র : আনন্দবাজার 

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর