Logo

আন্তর্জাতিক

লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

Icon

বিবিসি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ২৩:৪২

লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

মিসরের উপকূলে লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে ছয়জন নিহত হয়েছেb এবং ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই রাশিয়ার নাগরিক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে উপকূলীয় শহর হুরগাদার কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গভর্নর আমর হানাফি ফেসবুকে একটি পোস্ট করে নিহতদের সংখ্যা ও বাকিদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আর কোনো পর্যটক নিখোঁজ নেই। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

দুর্ঘটনার শিকার সিন্দবাদ নামের এই সাবমেরিনটি কয়েক বছর ধরেই পর্যটকদের জন্য ব্যবহার করা হচ্ছিলো। তবে কেন ও কীভাবে এটি ডুবে গেলো সেটি এখনো জানা যায়নি।

সাবমেরিনটিতে ৪৫ জন আরোহী ও পাঁচজন মিসরীয় ছিল বলেও জানান আমর হানাফি। আরোহীদের মধ্যে রাশিয়া, ভারত, নরওয়ে ও সুইডেনের নাগরিক ছিল।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর