Logo

আন্তর্জাতিক

ক্যান্সার চিকিৎসায় ইরানের নতুন প্রযুক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৪:৪৬

ক্যান্সার চিকিৎসায় ইরানের নতুন প্রযুক্তি

ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে ইরান। দেশটির বিজ্ঞানীরা ‘রিং পার্টিকেল অ্যাক্সিলারেটর’ নামে এক ধরনের অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছেন, যা ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, ইরানের আমির-কাবির বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিলারেটর এবং অ্যাপ্লিকেশন গবেষণাগারে এই ডিভাইসটির নকশা ও নির্মাণকাজ চলছে। এটি বিশেষভাবে পিইটি (পজিট্রন এমিশন টমোগ্রাফি) ইমেজিংয়ের মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণে কার্যকর ভূমিকা রাখবে। এই অ্যাক্সিলারেটরগুলো হাসপাতালগুলোতে ইনস্টল করা হলে টিউমারের রোগীরা সবচেয়ে বেশি উপকৃত হন। 

এদিকে গমের গ্লুটেন থেকে ন্যানোফাইবার তৈরি করে ক্যান্সার-বিরোধী ওষুধ সরবরাহের একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন দেশটির বিজ্ঞানীরা।

গবেষণায় দেখা গেছে, ডক্সোরুবিসিন ধারণকারী গ্লুটেন ন্যানোফাইবার স্তন ক্যান্সার কোষের (MCF-7) বৃদ্ধিকে উল্লেখযোগ্যভাবে প্রতিরোধ করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এটি শিরায় ইনজেকশন ছাড়াই সরাসরি ক্যান্সার টিস্যুতে ওষুধ সরবরাহের একটি কার্যকর পদ্ধতি হতে পারে।  

বিজ্ঞান ও প্রযুক্তিতে ইরান প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশটি ৫০টিরও বেশি দেশে ন্যানো পণ্য রপ্তানি করছে। এর মধ্যে ইরাক, সিরিয়া, ভারত, চীন ও তুরস্কে ইরানি ন্যানো পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।

এটিআর/  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর