Logo

আন্তর্জাতিক

ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহত দেড় শতাধিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০১:০৪

ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহত দেড় শতাধিক

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৪৪ জনের মৃত্যু হয়েছে ও সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন।

এএফপির সাংবাদিকরা দেখেছেন, শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর জান্তা প্রধান মিন অং হ্লাইং নেপিডোর একটি হাসপাতালে আহতদের দেখতে গেছেন।

জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন হাসপাতালে এএফপিকে বলেন, ‘আমরা আশা করছি, আন্তর্জাতিক সম্প্রদায় যত দ্রুত সম্ভব মানবিক সাহায্য পাঠাবেন।’

প্রাকৃতিক দুর্যোগের পর মিয়ানমার খুব কমই বৈদেশিক সাহায্যের আবেদন করে। ধারণা করা হচ্ছে, তারা বৃহৎ পরিসরে সাহায্যের জন্য আবেদন করতে পারে।

জান্তা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৬টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেগুলো হলো- সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে, উত্তর-পূর্ব শান রাজ্য, নেপিডো ও বাগো।

এদিকে ভূমিকম্পের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনেক ভবন ধসে পড়েছে। একটি বহুতল ভবন ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। ওই ভবনের প্রায় ১০০ জন শ্রমিক নিখোঁজ বলে জানা গেছে।

ভূমিকম্পের পর থেকেই উদ্ধার অভিযান চলছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর