Logo

আন্তর্জাতিক

খালিজ টাইমস

ভারত-পাকিস্তানে সোমবার ঈদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ২০:১৭

ভারত-পাকিস্তানে সোমবার ঈদ

ছবি : খালিজ টাইমস

আগামী সোমবার (৩১ মার্চ) ভারত ও পাকিস্তানে পবিত্র ইদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে খালিজ টাইমস। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে আজ ২৮তম রোজা পালন করা হয়েছে। দেশটিতে আগামীকাল (রোববার) শাওয়াল মাসের চাঁদ খালি চোখে দেখা যাবে, ফলে সোমবার ঈদ উদযাপন করা হবে।

একইভাবে ভারতেও আগামী সোমবার ঈদ উদযাপন করা হবে। দেশটির আকাশে রোববার খালি চোখে চাঁদ দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আজ রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার  ঈদুল ফিতর উদযাপন হবে। এ ছাড়া একই সময়ে মালয়েশিয়া, ব্রুনাই ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন হবে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর