Logo

আন্তর্জাতিক

এবার ঈদে মুসলমানদের শুভেচ্ছা জানাননি ট্রাম্প

Icon

নিউ ইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৮

এবার ঈদে মুসলমানদের শুভেচ্ছা জানাননি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের ঈদুল ফিতরে মুসলমানদের শুভেচ্ছা জানাননি। সাধারণত, মার্কিন প্রেসিডেন্টরা প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে মুসলমানদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান, কিন্তু এই বছর এটি ঘটেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এটি একটি ব্যতিক্রমী ঘটনা, যা নজর কেড়েছে।

তবে, রমজান মাসের গুরুত্ব এবং পবিত্রতাকে স্বীকৃতি জানিয়ে ট্রাম্প ২৭ মার্চ শবে কদর উপলক্ষে হোয়াইট হাউসে একটি জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ‘রমজান মুবারক’ বলেন এবং মুসলিম সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তবে, ঈদ উপলক্ষে তার শুভেচ্ছাবার্তা অনুপস্থিত ছিল।

২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প প্রতিবছর ঈদুল ফিতর উপলক্ষে বার্তা পাঠাতেন। ২০২০ সালে প্রথমবার তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান, যেখানে তিনি বিশ্বব্যাপী মুসলিমদের জন্য শান্তি ও শক্তির প্রার্থনা করেন। সেই বার্তায় তিনি বলেন, এই উৎসব মুসলমানদের বিশ্বাস, পরিবার এবং বন্ধুদের প্রতি বিশ্বাসের শক্তি তুলে ধরে।

এবার ঈদুল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে কোন শুভেচ্ছাবার্তা না দেওয়ার ঘটনায় অনেকেই আশ্চর্য হয়েছেন। তবে, এ বছরেও তিনি মুসলিমদের জন্য শবে কদর উপলক্ষে ইফতার আয়োজন করেছিলেন, যা তার আগের কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কৌশলী ইমা/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর