Logo

আন্তর্জাতিক

প্রথম বিদেশ সফরে সৌদি-আমিরাত-কাতার যাবেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৫:৫৯

প্রথম বিদেশ সফরে সৌদি-আমিরাত-কাতার যাবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে হোয়াইট হাউসে ফিরে আসার পর তার প্রথম বিদেশ সফরে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতার সফর করবেন। যা সম্ভবত মে মাসেই হতে পারে।  

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটা আগামী মাসেও হতে পারে, কিংবা তার কিছু পরে। আমরা কাতারেও যাচ্ছি। 

তিনি বলেন, সম্ভবত আরও কয়েকটি দেশে যাব। ইউএই খুবই গুরুত্বপূর্ণ... তাই আমরা সম্ভবত ইউএই ও কাতারে যাত্রাবিরতি দেব।

এই ঘোষণা আসে অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনের পর, যেখানে বলা হয়েছিল, হোয়াইট হাউস কর্মকর্তারা মে মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন। সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদার।

২০১৭ সালে প্রথমবার ক্ষমতায় থাকাকালীন ট্রাম্পের প্রথম বিদেশ সফরও ছিল রিয়াদ ও তেল আবিবে।  

তবে এবার ইসরায়েল সফরের কোনো পরিকল্পনা নেই বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। সফরের মূল লক্ষ্য অর্থনীতি, যেখানে ট্রাম্প সৌদি বিনিয়োগ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।  

ট্রাম্প বলেন, আমি এটাকে মূলত কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকে দেখি। এখন আমরা প্রায় এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছি। এটি সেই পরিমাণের দ্বিগুণ যা আমি প্রথমবার দায়িত্ব নেওয়ার সময় করেছিলাম।

গত জানুয়ারিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির প্রতিশ্রুতি দেন। ট্রাম্প ইঙ্গিত দেন যে আসন্ন সফরে মার্কিন কোম্পানিগুলো সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করবে। 

তিনি বলেন, আমি মনে করি এই সফর যথেষ্ট মূল্যবান।  

যদিও সৌদি আরব ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে, ট্রাম্প এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো নির্ধারিত বৈঠকের কথা উল্লেখ করেননি। তবে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে পুতিন শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতিতে সম্মত হবেন।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর