যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে জাপানে অটোমোবাইল শেয়ারে ধস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শিল্পনীতির প্রভাবে জাপানের অটোমোবাইল ব্যবসায় ধস নেমেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেশটির শেয়ার বাজারে অটোমোবাইলের শেয়ার দর ৪ শতাংশ হ্রাস পেয়েছে।
বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির নতুন শুল্কনীতি ঘোষণা করেন। ওই শুল্কনীতিতে জাপানের উপর ২৪ শতাংশ সরকার করা হয়। মূলত নিজ দেশে বিনিয়োগ বাড়াতে তিনি এই শুল্ক নীতিমালা ঘোষণা করেছেন যা আজই কার্যকর করা হয়েছে।
বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।
হোয়াইট হাউজের রোজ গার্ডেনে দেওয়া এক ভাষণে বুধবার (২ এপ্রিল) ট্রাম্প বলেন, দশকের পর দশক ধরে আমাদের দেশ লুটপাট, শোষণ এবং নিপীড়নের শিকার হয়েছে, তা বন্ধ করার সময় এসেছে।
তার ঘোষিত শুল্ক হার অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের পণ্য আমদানির ওপর ৩৪ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এছাড়া, ভারতের ওপর ২৬ শতাংশ, জাপানের ওপর ২৪ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, তিনি অন্যান্য দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রকে শোষণের হাত থেকে রক্ষার জন্যই এই শুল্ক বসিয়েছেন এবং তা তাদের আমদানি শুল্কের অর্ধেক মাত্র। আজ ৩ এপ্রিল থেকে এই শুল্ক নীতিমালা কার্যকর করা হবে। গতকাল ১৮১ দেশের ওপর নতুন এই শুল্ক আরোপ করা হলো।
এএইচএস/এমএইচএস