গাজায় আরও এক রক্তাক্ত সকাল, ইসরায়েলি হামলায় নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৯:২০
-67ee8b1bb1900.jpg)
গাজার খান ইউনিসে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল কর্তৃক ‘মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্নিত একটি বাস্তুচ্যুত শিবির ও বেশ কয়েকটি বাড়িতে এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার দামেস্ক, হামা ও হোমস গভর্নরেটে নতুন হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় নয়জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ৫২৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ইতোমধ্যে ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত হিসেবে ধরা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়েছিলেন।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর হাঙ্গেরি ঘোষণা করেছে যে, তারা এই আদালত থেকে সরে যাবে। এমন সময় এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন নেতানিয়াহু ইউরোপীয় ইউনিয়নের দেশটি সফর করছেন।