Logo

আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:২৭

মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৫৪

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে। দুর্যোগে বিপর্যস্ত দেশটিকে সাহায্য করতে বিশ্বকে নতুন করে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার।

ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শনিবার (৫ এপ্রিল) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২৮ মার্চের ভূমিকম্পে দেশজুড়ে অনেক ভবন ভেঙে পড়েছে এবং অবকাঠামো ধ্বংস হয়েছে। এর ফলে ৩ হাজার ৩৫৪ জন নিহত এবং ৪ হাজার ৫০৮ জন আহত হয়েছেন। আরও ২২০ জন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের এক সপ্তাহের বেশি সময় পরেও দেশটিতে এখনো অনেক মানুষ আশ্রয়হীন। ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়া অথবা আরও ধসের আশঙ্কায় অনেকেই বাইরে ঘুমাতে বাধ্য হচ্ছেন।

জাতিসংঘ অনুমান করছে, ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে দেশটির ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন, যা গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে সৃষ্ট চ্যালেঞ্জগুলোকে আরও জটিল করে তুলেছে।

টম ফ্লেচার শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেছেন। শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি স্থানে অবস্থিত।

টম ফ্লেচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ। বিশ্বকে অবশ্যই মিয়ানমারের জনগণের পাশে দাঁড়াতে হবে।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর