ফিলিস্তিনের পক্ষে সক্ষম মুসলমানদের সশস্ত্র জিহাদ ফরজ : আইএমইউএস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২১:০০
-67f145a042ce5.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের কারণে সমস্ত মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে জিহাদ করার জন্য ফতোয়া (ধর্মীয় ফরমান) জারি করেছে বিশিষ্ট ইসলামি স্কলারদের নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (আইএমইউএস)।
শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব শায়খ আলী আল-কারাদাঘি এই ফতোয়া জারি করেন। ফতোয়ায় বিশ্ববরেণ্য ১৪ জন বিশিষ্ট মুসলিম স্কলারের সমর্থন রয়েছে। অবরুদ্ধ গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ১৭ মাস ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধের পর এই বিরল ফতোয়া জারি করা হলো।
ফতোয়ার পয়েন্টগুলো উল্লেখ করা হলো-
১. প্রত্যেক সক্ষম মুসলিমের ওপর ফিলিস্তিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা ফরজ।
২. আরব ও মুসলিম মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য অবিলম্বে সামরিক হস্তক্ষেপ করা ফরজ।
৩. দখলদার ইহুদি রাষ্ট্রকে স্থল, সমুদ্র ও আকাশপথে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা ফরজ। সব ধরনের জলপথ, প্রণালী এবং আরব-মুসলিম বিশ্বের দেশগুলোর আকাশসীমাও এই হুকুমের অন্তর্ভুক্ত।
৪. জিহাদরত প্রতিরোধ আন্দোলনকে (হামাসসহ সকল স্বাধীনতাকামী সশস্ত্র দল) আর্থিক, সামরিক, রাজনৈতিক ও মানবিকসহ সর্বক্ষেত্রে সহায়তা করা ফরজ।
৫. উম্মাহর সুরক্ষা ও আক্রমণকারী শত্রুদের প্রতিহত করতে অবিলম্বে ইসলামি সামরিক জোট গঠন করা ওয়াজিব। এটি এমন ওয়াজিব যা অবিলম্বে পালনীয়।
৬. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন (স্বীকৃতি ও সহযোগিতা) সম্পূর্ণরূপে হারাম।
৭. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রকে পেট্রোল ও গ্যাস সরবরাহ করাও সম্পূর্ণরূপে হারাম।
৮. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে আরব দেশগুলোর করা শান্তি চুক্তিগুলো পুনরায় পর্যালোচনা করা জরুরি।
৯. গাজায় মুসলিমদের সহায়তায় আর্থিক জিহাদ করা এবং দ্রুত এর (গাজার) সীমান্ত খুলে দেওয়া ফরজ।
১০. আমেরিকার মুসলিমদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেনো ট্রাম্প ও তার সরকারের ওপর চাপ সৃষ্টি করে। যেনো তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আগ্রাসন বন্ধ করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন।
ডিআর/বিএইচ