Logo

আন্তর্জাতিক

নভেম্বরের মধ্যেই তুরস্কে নির্বাচনের আহ্বান প্রধান বিরোধী দলের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২১:৩৯

নভেম্বরের মধ্যেই তুরস্কে নির্বাচনের আহ্বান প্রধান বিরোধী দলের

তুরস্কে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার (৬ এপ্রিল) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানান ওজেল। খবর বার্তা সংস্থা এএফপির।

২০২৮ সালে তুরস্কে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইস্তাম্বুলের কারাবন্দি মেয়র একরেম ইমামোগলুকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে সিএইচপি।

সমাবেশে এরদোয়ানকে উদ্দেশ করে ওজগুর ওজেল বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যেই আপনি আমাদের প্রার্থীর মুখোমুখি হবেন। আমাদের প্রার্থীকে মুক্তি দিন। আমরা আপনাকে আবারো জনগণের আকাঙ্ক্ষার দিকে আহ্বান করছি।’

দুর্নীতির অভিযোগে গত ১৯ মার্চ ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। ইমামোগলুকে গ্রেপ্তারের পর থেকে তুরস্কের ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। বিক্ষোভ দমনে তুরস্কের কর্তৃপক্ষ কয়েক শ’ শিক্ষার্থী, সাংবাদিক ও তরুণসহ প্রায় ২ হাজার জনকে আটক করে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর