Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৫:৩০

গাজায় ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ভোরবেলা ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে একই পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে ৭ শিশুও রয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘খান ইউনিসের মধ্যাঞ্চলে আল-ফাররা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর ৭ শিশুসহ ১০ জনকে শহীদ হিসেবে হাসপাতালে আনা হয়েছে।’ খবর এএফপির।

হামলার বিষয়ে এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলার বিষয়টি খতিয়ে দেখছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিসে ইসরায়েলি ট্যাংক থেকে একাধারে তীব্র গুলিবর্ষণ করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থাটি আরও জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ার আল-আতাত্রা এলাকায় বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ২ জন নিহত হয়েছে।

শুক্রবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের পূর্ব দিকের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ‘জরুরি ভিত্তিতে’ সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।

সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই এক্সে-এক পোস্টে বলেছেন, ‘আইডিএফ সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য আপনার এলাকায় প্রচণ্ড শক্তি নিয়ে কাজ করছে। আপনার নিরাপত্তার জন্য, আপনাকে অবিলম্বে এই এলাকাগুলো খালি করতে হবে এবং পশ্চিম গাজা শহরের পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোতে চলে যেতে হবে।’

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর