Logo

আন্তর্জাতিক

গাজায় অভিযান চালাবে ইসরায়েল, বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ২১:২৯

গাজায় অভিযান চালাবে ইসরায়েল, বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান

ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চলে আক্রমণাত্মক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছে।

শনিবার (১২ এপ্রিল) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ তথ্য জানিয়ে গাজার অধিবাসীদের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে সতর্কবার্তা দিয়েছেন। খবর এএফপির।

গাজার বাসিন্দাদের উদ্দেশে এক বিবৃতিতে ইসরাইল কাৎজ বলেন, ‘শিগগিরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযান তীব্রতর হবে এবং গাজার অধিকাংশ অঞ্চলে তা সম্প্রসারিত হবে। আপনাদেরকে যুদ্ধক্ষেত্রগুলো খালি করতে হবে।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনী গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী এলাকায় গড়ে তোলা ‘মোরাগ করিডর’ পুরোপুরি দখলে নিয়েছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর