-68032e523cc39.jpg)
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় বেনুয়ে রাজ্যে সন্দেহভাজন মিলিশিয়া বন্দুকধারীদের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির পুলিশ জানিয়েছে, এই হামলা সাম্প্রতিক সময়ের আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার ধারাবাহিকতায় নতুন সংযোজন।
সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বেনুয়ে রাজ্যের দুটি পৃথক এলাকায় এই হামলা চালানো হয়।
পুলিশ জানায়, আক্রমণকারীরা প্রথমে একটি এলাকায় ঢুকে পাঁচজন কৃষককে গুলি করে হত্যা করে। এরপর পার্শ্ববর্তী স্থানীয় সরকার এলাকার আরেকটি গ্রামে সমন্বিত হামলা চালিয়ে আরও ১২ জনকে হত্যা করে।
পুলিশের মুখপাত্র অ্যানে সেউয়েস ক্যাথেরিন এক বিবৃতিতে বলেন, ‘আমরা রাতে খবর পেয়েছি, বেনুয়ে রাজ্যের একটি এলাকায় বহু সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়।’
নাইজেরিয়ার মধ্যাঞ্চলে কৃষিজমির মালিকানা ও ব্যবহার নিয়ে কৃষক ও গবাদি পশুপালকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এই সহিংসতা প্রায়ই জাতিগত ও ধর্মীয় রূপ নেয়।
দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে উত্তর-মধ্য মালভূমি রাজ্যে আরও দুটি হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এমএইচএস