Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৬ হাজার অভিবাসীকে ‘মৃত’ ঘোষণা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩৯

যুক্তরাষ্ট্রে ৬ হাজার অভিবাসীকে ‘মৃত’ ঘোষণা

যুক্তরাষ্ট্রে নজিরবিহীন এক পদক্ষেপে ৬ হাজারের বেশি জীবিত অভিবাসীকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করেছে দেশটির সামাজিক নিরাপত্তা প্রশাসন (এসএসএ)। এতে তাদের সামাজিক নিরাপত্তা নম্বর (Social Security Number) বাতিল করা হয়েছে। ফলে এসব মানুষ কাজের অনুমতি, সরকারি সুযোগ-সুবিধা এমনকি বাসস্থান ভাড়ার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, অনেক অভিবাসী এখন নিজের পরিচয় প্রমাণ করতে ড্রাইভিং লাইসেন্স, ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন বৈধ কাগজপত্র হাতে এসএসএ অফিসে ছুটছেন।

সংবাদমাধ্যমটি জানায়, চলতি এপ্রিলের প্রথম সপ্তাহেই অন্তত ৩০ জন অভিবাসীকে সামাজিক নিরাপত্তা প্রশাসনের ‘ডেথ মাস্টার ফাইল’ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

জানা গেছে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে এই উদ্যোগ শুরু হয়েছিল, যা পূর্বতন ট্রাম্প প্রশাসন এবং এলন মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ থেকে উৎসাহ পায়। প্রশাসনের দাবি, তালিকাভুক্তদের কেউ কেউ সন্ত্রাসবাদ ও অপরাধে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের সপক্ষে এখনো কোনো প্রমাণ হাজির করা হয়নি।

অভিবাসন অধিকারকর্মীরা এই ঘটনাকে ‘ডিজিটাল হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করছেন। তারা বলছেন, যাদের সামাজিক নিরাপত্তা নম্বর ছিল, তারা যুক্তরাষ্ট্রে আইনি অধিকার নিয়ে বসবাস করছিলেন। এখন তাদের অস্তিত্বই অস্বীকার করা হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর