Logo

আন্তর্জাতিক

গাজায় একদিনে নিহত ৫২

হামলা বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৯

হামলা বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

ছবি : আল জাজিরা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তীব্র বোমাবর্ষণে শনিবার (২০ এপ্রিল) আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে চলমান যুদ্ধে হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে নতুন করে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধ অব্যাহত থাকবে যতক্ষণ না হামাস সম্পূর্ণভাবে পরাজিত হয়।’

এদিকে, ইসরায়েল এক অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি জানায়, যুদ্ধ থামাতে হলে একটি স্থায়ী চুক্তি করতে হবে, যাতে বন্দিবিনিময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

হামাস দাবি করেছে, ইসরায়েলি-আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। যিনি তাকে পাহারা দিচ্ছিলেন, তার মরদেহ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলের ১৮ মাসের বর্বর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫১ হাজার জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৬ হাজার জন আহত হয়েছেন।

তবে গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস দাবি করেছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষকে মৃত ধরে নিলে নিহতের সংখ্যা ৬১ হাজারেরও  বেশি হতে পারে।

সূত্র : আল জাজিরা লাইভ আপডেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর