নেদারল্যান্ডসের হেগে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪
নেদারল্যান্ডসের হেগের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেয়।
শনিবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সোয়া ৬টার দিকে টারওয়েক্যাম্প এলাকায় বেশ কয়েকটি বাড়ি বিস্ফোরণের কারণে ধসে পড়ে।
ডাচ ফায়ার সার্ভিস পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে। আর স্থানীয় গণমাধ্যমের সূত্রে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে পাঁচটি ফ্ল্যাট ধ্বংস্তুপে পরিণত হয়েছে।
শহরের মেয়র জান ভ্যান জেনেন বলেছেন, এ ঘটনায় কতজন নিখোঁজ হয়েছেন তা এখনো জানা যায়নি।
বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ বলেছে, ঘটনার কিছুক্ষণ পরেই একটি গাড়ি ‘খুব দ্রুত গতিতে’ চলে যায়।
মেয়র ভ্যান জেনেন বলেন, ধ্বংসস্তূপে আটকেপড়াদের বের করে আনার সুযোগ ছিল না।
বিস্ফোরণের সময় সেখানে ২০ জন মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে মেয়র এই বিষয়ে অনুমান না করা কথা বলেছেন।
ধ্বংসস্তূপ সরানোর জন্য উদ্ধারকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে ধ্বংসস্তুপের কিছু অংশ পৌঁছানো কষ্টকর। উদ্ধারকাজ চালাতে একটি বড় এক্সাভেটর আনা হয়েছে।
চৌদ্দ বছর বয়সী অ্যাডাম মুলার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘বিস্ফোরণটি ভূমিকম্পের মতো ছিল। আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ এই বিশাল বিস্ফোরণে জেগে উঠি। আমি জানালার বাইরে তাকালাম এবং শুধু আগুন দেখতে পেলাম। এটি আমার জন্য একটি বিশাল ধাক্কা।’
ডাচ রাজা উইলেম-আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমা এক বিবৃতিতে বলেছেন, ‘যারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা তাদের প্রিয়জনের শেষ পরিণতির কথা ভেবে কষ্ট পাচ্ছেন সবার জন্য আমরা সহানুভূতি প্রকাশ করছি।’