Logo
Logo

আন্তর্জাতিক

সিরিয়ায় সরকার গঠনের দায়িত্বে মোহাম্মদ আল বশির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

সিরিয়ায় সরকার গঠনের দায়িত্বে মোহাম্মদ আল বশির

ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশত্যাগের পর মোহাম্মদ আল-বশিরের নেতৃত্বে গঠন হতে চলেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ আল-বশির হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) সংশ্লিষ্ট ইদলিব-ভিত্তিক সিরিয়ান স্যালভেশন সরকারের প্রধান ছিলেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদসংস্থা আল-জাজিরা।

প্রায় ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর রোববার (৮ ডিসেম্বর) ক্ষমতাচ্যুত হন আসাদ। মাত্র ১২ দিনের অভিযানে দামেস্ক দখল করে নেয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। তাদের নেতৃত্বে ছিল হায়াত তাহরির আল-শামস (এইচটিএস)। 

বাশার আল-আসাদের শাসন পতনের পর বিরোধী গোষ্ঠীগুলো একটি নতুন সরকার গঠনে দ্রুত কাজ শুরু করে। 

আল-জাজিরার খবরে বলা হয়, গতকাল আসাদ বিরোধীরা একটি ভিডিও প্রকাশ করেন। তাতে দেখা যায়, আল-বশির ও আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালির সঙ্গে বৈঠক করছেন এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি।

আল-আরাবিয়া টেলিভিশনকে আল-জালালি বলেন, সিরিয়ান স্যালভেশন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন তিনি। 

প্রসঙ্গত, মোহাম্মদ আল-বশির ১৯৮৩ সালে সিরিয়ার ইদলিবের জাবাল জাওইয়া অঞ্চলে মাশউন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালে আলেপ্পো ইউনিভার্সিটি থেকে যোগাযোগ স্পেশালাইজেশনসহ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। 

তিনি ২০২৪ সালের জানুয়ারিতে ইদলিব ভিত্তিক স্যালভেশন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার মেয়াদে ই-গভর্নেন্সের প্রসার, রিয়েল এস্টেট ফি হ্রাস, এবং পরিকল্পনা সংক্রান্ত নিয়ম শিথিল করা হয়। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর