ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় দামেস্কে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪
সিরিয়ার হামা শহরে এক ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনার প্রতিবাদে রাজধানী দামেস্কের খ্রিষ্টান–অধ্যুষিত এলাকাগুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে দামেস্কের খ্রিষ্টান অধ্যুষিত বাব তৌমা এলাকায় শত শত মানুষ বিক্ষোভে অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় যে মুখোশধারী বন্দুকধারীরা মধ্য সিরিয়ার খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর সুকাইলাবিয়ার প্রধান চত্বরে স্থাপিত ক্রিসমাস ট্রিতে আগুন ধরিয়ে দিচ্ছে।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পতন ঘটানো বিদ্রোহী দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) বলেছে, ক্রিসমাস ট্রিতে বিদেশি যোদ্ধারা আগুন দিয়েছে। তাদেরকে আটক করা হয়েছে। গাছটি খুব দ্রুতই মেরামত করা হবে।
এ ঘটনায় নতুন ইসলামপন্থী শাসকদের ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার দাবিতে হাজারো বিক্ষোভকারী সিরিয়ার রাস্তায় নামেন। তারা ক্রস ও সিরিয়ার পতাকা হাতে মিছিল করেন। ‘আমরা ক্রসের জন্য আমাদের আত্মা উৎসর্গ করব’ স্লোগান দিচ্ছিলেন তারা।
জর্জেস নামে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘সিরিয়ায় খ্রিস্টান ধর্মের মানুষদের বসবাসের অনুমতি না থাকলে আমরা এখানে থাকব না।’
সিরিয়ায় বহু জাতি ও ধর্মীয় গোষ্ঠীর বসবাস। যার মধ্যে অন্যতম- কুর্দি, আর্মেনিয়ান, অ্যাসিরিয়ান, খ্রিষ্টান, দ্রুজ, আলাউইট শিয়া ও আরব সুন্নি। তাদের মধ্যে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি।
হায়াত তাহরির আল-শাম কীভাবে সিরিয়াকে শাসন করবে তা এখন দেখার বিষয়। তাদের একটি অতীত রয়েছে, যেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। দামেস্ক দখলের পর তারা সিরিয়ার সবাইকে নিয়ে শাসনকাজ পরিচালনা করবে বলে জানিয়ে।
ওএফ