Logo
Logo

আন্তর্জাতিক

সিডনির বিখ্যাত নববর্ষের আতশবাজি চলবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ২০:২১

সিডনির বিখ্যাত নববর্ষের আতশবাজি চলবে

অস্ট্রেলিয়ার সিডনিতে নববর্ষের বিখ্যাত আতশবাজি উৎসব চলবে। রেল কর্মচারীদের সাথে ১১ ঘণ্টার আলোচনা শেষে অস্ট্রেলিয়ার সরকার এ সিদ্ধান্তে এসেছে।

ধারণা করা হচ্ছে, এ বছর আড়াই লাখ মানুষ এই নিউ ইয়ার আতশবাজি উপভোগ করতে সিডনিতে আসবে। ইতোপূর্বে বেতন নিয়ে বিবাদের কারণে রেল কর্মচারীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনে যাওয়ার হুমকি দেয়। এতে অংশগ্রহণকারীদের নিরাপদে বাড়ি ফেরা ব্যাহত হতে পারে, এ জন্য দেশটির সরকার এ বছরের আতশবাজি উৎসব বাতিলের কথা ভাবছিল। 

কিন্ত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির ফেয়ার ওয়ার্ক কমিশনের একটা মামলার শুনানি শুরু হওয়ার এক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলসের ট্রান্সপোর্টমন্ত্রী জো হেইলেন বলছেন, এখন আতশবাজিতে অংশগ্রহণে ইচ্ছুক পরিবারগুলো বিজনেস ডিস্ট্রিক্ট সিডনিতে যেতে পারবেন। আবার নিরাপদে সেখান থেকে ফিরতেও পারবেন। 

জো হেইলেন আরো বলছেন, বড়দিন, নতুন বছরের শুরু ও সিডনি টেস্ট নিউ সাউথ ওয়েলসের মানুষের কাছে মূল্যবান। এসব এখন স্বাভাবিকভাবেই চলবে। কারণ, রেল কর্মচারীদের ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশনে যাওয়ার হুমকি প্রত্যাহার করেছে। 

সামনের সপ্তাহে বেতন বিরোধ নিয়ে রেল কর্মচারী ও সরকার আবার আলোচনায় বসবে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর