গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংবাদ সংস্থার গাড়িতে ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, আল-কুদস টুডে টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচার গাড়িটি হাসপাতালের বাইরে পার্ক করা ছিল। সেসময় এটি আক্রমণের শিকার হয়।
পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা এবং সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাংবাদিকরা হলেন- আয়মান আল-জাদি, ফায়সাল আবু আল-কুমসান, মোহাম্মদ আল-লাদা, ইব্রাহিম আল-শেখ আলী এবং ফাদি হাসুনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, আক্রমণটি ঘটার সময় তারা গাড়িতে ঘুমাচ্ছিলেন।
আল-কুদস টুডে টেলিভিশন এই হামলার নিন্দা জানিয়ে বলে, পাঁচজন সাংবাদিক তাদের পেশাগত এবং মানবিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন।
তবে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি ইসরায়েল।
প্রসঙ্গত, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
এসবি