সমকামী সিরিয়াল কিলারের শিকার ১৮ মাসে ১১ পুরুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০০
ভারতের পাঞ্জাব প্রদেশে এক খুনের ঘটনার তদন্তে নেমে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসছে। এক হত্যার তদন্ত করতে গিয়ে আরও ১০টি হত্যার খোঁজ পেয়েছে পাঞ্জাব পুলিশ।
পুলিশ জানায়, ওই ‘সিরিয়াল কিলার’ একজন সমকামী। কিরাতপুর সাহিবের এক ব্যক্তির খুনের তদন্তে নেমে খোঁজ পাওয়া গেছে এই ভয়ঙ্কর সিরিয়াল কিলারের। তিনি গত ১৮ মাসে ১১টি খুন করেন।
পুলিশ জানায়, তার নাম রাম স্বরূপ ওরফে সোধি। বয়স ৩৩। তিনি পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার চৌরা গ্রামের বাসিন্দা। সমকামী এই হত্যাকারীর হাতে খুন হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই পুরুষ। সাধারণ গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেওয়া বা যৌন কর্মে জড়িত হওয়ার পরে তাদের হত্যা করতেন।
গত ১৮ আগস্ট, কিরাতপুর সাহিবে মনিন্দর সিং নামে এক ৩৭ বছর বয়সী ব্যক্তি খুন হয়েছিলেন। স্থানীয় টোল প্লাজায় চা ও পানি পরিবেশন করতেন মনিন্দর। এই মামলার সূত্রেই, গত সোমবার গ্রেপ্তার করা হয়েছিল রাম স্বরূপকে। পরে জেরার মুখে তিনি আরও ১০টি হত্যার কথা স্বীকার করেন।
এই ১১ হত্যার মধ্যে এখন পর্যন্ত পাঁচটির বিষয়ে নিশ্চিত হতে পেরেছে পাঞ্জাব পুলিশ। এর মধ্যে তিনটি হত্যা হয়েছে রোপারে, একটি ফতেহগড় সাহিবে ও অপরটি হোশিয়ারপুরে। এছাড়া, ঘনাউলির বেগমপুরা, রূপনগর ও ফতেহগড় সাহিব জেলাতেও রাম স্বরূপের হত্যালীলা চলেছে।
পুলিশ আরও জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রাম স্বরুপ তার শিকারদের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। তবে কিছু কিছু ক্ষেত্রে, ইটের মতো ভোঁতা জিনিস দিয়ে মাথায় আঘাত করেও খুন করেন।সাধারণত রাস্তায় দাঁড়িয়ে বাস বা গাড়ির জন্য অপেক্ষা করা ব্যক্তিদের তিনি তার নিজের গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতেন। তারপর তাদের টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেন। প্রতিরোধ করলেই, তাদের খুন করতেন।
সাধারণ এসব হত্যার পেছনে কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু সিরিয়াল কিলাররা বেশিরভাগ বিকৃত মানসিকতার হয়। তাদের হত্যার পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না। খুন করাটা তাদের কাছে নেশার মতো। রাম স্বরূপও ব্যতিক্রম নয়।
পুলিশ বলেছে, কখনো সে সামান্য ঝগড়া-কথা কাটাকাটি থেকে খুন করেছে। আবার কখনো কেউ তাকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, সেই টাকা দিতে অস্বীকার করলে, তাকে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে।
একটি হত্যার ক্ষেত্রে খুন হওয়া ব্যক্তির দেহে ছুরি দিয়ে কেটে ‘ধোকেবাজ’ (প্রতারক) বলে লিখেছিলেন। ওই ব্যক্তি ছিলেন সাবেক সেনা সদস্য। ওই সময় তিনি একটি বেসরকারি কারখানায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন।
রাম স্বরূপ সম্পর্কে আরও এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এসপি নবনীত সিং মহল। তিনি জানান, শ্রমিক হিসেবে কাজ করতেন। ছিল মাদকাসক্তি। মাদকাসক্ত অবস্থাতেই এতগুলো খুন করেন- এমনটাই দাবি রাম স্বরূপের। অপরাধের পর তার নাকি খুন করার কথা মনেও থাকত না। স্বজ্ঞানে এলে তার অনুশোচনা হতো। তখন খুন হওয়া ব্যক্তিদের পা ছুঁয়ে ক্ষমা চাইতেন।
পুলিশ আরও জানিয়েছে, সমকামী হলেও বিয়ে করেছিল রাম স্বরূপ। তার তিনটি সন্তানও আছে। কিন্তু, বছর দুই আগে, সমকামিতার জন্য তাকে পরিত্যাগ করেছিল তার পরিবার।
এসপি বলেছেন, তিনি এইচআইভি (এইডস) সংক্রামিত কি না সেই বিষয়ে সন্দেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার ডাক্তারি পরীক্ষা করানো হবে।
ওএফ