Logo
Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা

ফিলিস্তিনি সাংবাদিকদের মর্মান্তিক বছর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯

ফিলিস্তিনি সাংবাদিকদের মর্মান্তিক বছর

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন যেন ক্রমাগত বেড়েই চলেছে। সাধারণ জনগণের পাশাপাশি এই আগ্রাসনের শিকার হচ্ছেন সাংবাদিকরাও। চলতি বছরের শেষ সময়ে এসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন আরও পাঁচজন সাংবাদিক।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আল-আওদা হাসপাতালের সামনে আল-কুদস টুডে টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচার গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার আল-আওদা হাসপাতাল কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, আল-কুদস টুডে টেলিভিশনের স্যাটেলাইট সম্প্রচার গাড়িটি হাসপাতালের বাইরে পার্ক করা ছিল। সেসময় এটি আক্রমণের শিকার হয়।

ছবি : সংগৃহীত

এর আগে ইসরায়েলি আক্রমণে লেবাননে ছয়জন এবং সিরিয়ায় বোমাবর্ষণের সময় একজন সাংবাদিক নিহত হয়েছেন।

চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের (আইএফজে) একটি জরিপে বলা হয়, ২০২৪ সালে সারা বিশ্বে ১০৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। যার মধ্যে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের সংখ্যা সব সাংবাদিকের অর্ধেকেরও বেশি, মোট ৫৫ জন।

আইএফজে এই জরিপের ফলাফল প্রকাশের এক সপ্তাহ পর, গাজায় আরও চারজন সাংবাদিক নিহত হন।

শুধু হত্যা নয়, গাজায় ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের আটক, বন্দী ও জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের সরঞ্জাম ছিনতাই বা নষ্ট করে দিয়েছে।

গতবছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৭৫ জন ফিলিস্তিনি সাংবাদিককে বন্দী করেছে ইসরায়েল। তাদের মধ্যে মুক্তি পেয়েছে মাত্র ৩০ জন । এছাড়া, ৪৯ জন সাংবাদিক আক্রমণে আহত হয়েছেন এবং কমপক্ষে দুইজন এখনও নিখোঁজ।

বিশ্বজুড়ে সাংবাদিকতার স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষা করতে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইথআউট বর্ডার্স (আরএসএফ), বিভিন্ন বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে ৫৪ জন সাংবাদিকের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে। সেই সাথে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি সাংবাদিকরা নিহতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল। 

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর মোট সাংবাদিক হত্যার এক তৃতীয়াংশের জন্য ইসরায়েলি সেনাবাহিনী দায়ী।

এছাড়া, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা, পশ্চিম তীর, ইসরায়েল এবং লেবাননে অন্তত ১৪১ সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩৩ জন ফিলিস্তিনি সাংবাদিক গাজায় ইসরায়েলি সংঘাতের সংবাদ কাভার করতে গিয়ে বিশেষভাবে জীবনের ঝুঁকির মধ্যে পড়ে।

সিপিজে আরও জানিয়েছে, সাংবাদিকদের মৃত্যুর এই সংখ্যা ১৯৯২ সালে সিপিজে ডেটা সংগ্রহ শুরু করার পর থেকে ‘সাংবাদিকদের জন্য সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।’

নতুন বছর আগমনের এই শেষ মুহূর্তে এসেও ইসরায়েলি আগ্রাসনের ফলে আরও পাঁচ সাংবাদিকের নিহত হওয়ায়, গাজার সাংবাদিকদের ওপর ইসরায়েলি আক্রমণের পরিসংখ্যান আরও ভয়াবহ হয়ে উঠেছে। যা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

সূত্র : আল-জাজিরা, সিএনএন।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর