যুক্তরাষ্ট্রে জাতীয় পাখির স্বীকৃতি পেল ‘টাক ঈগল’
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২
যুক্তরাষ্ট্রের শক্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে ২৪০ বছরেরও বেশি সময় ধরে পরিচিত টাক ঈগল আনুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই বহুল প্রতীক্ষিত সম্মান অর্জন করে টাক ঈগল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসে পাস হওয়া মার্কিন কোড সংশোধন করে টাক ঈগলকে জাতীয় পাখি হিসেবে মনোনীত করে একটি আইনে স্বাক্ষর করেছেন। টাক ঈগল তার সাদা মাথা, হলুদ ঠোঁট এবং বাদামি দেহের জন্য পরিচিত।
১৭৮২ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের গ্রেট সিল (মহামোহর)-এ টাক ঈগলের চিত্র স্থান পায়। এই সিলটি অফিসিয়াল নথিপত্রে ব্যবহৃত হয় এবং এতে একটি ঈগল, জলপাই শাখা, তীর, পতাকা-সদৃশ ঢাল, 'ই প্লুরিবাস ইউনুম' (E Pluribus Unum) মটো ও তারকার নক্ষত্রমণ্ডল রয়েছে।
ঐ বছরই কংগ্রেস টাক ঈগলকে জাতীয় প্রতীক হিসেবে মনোনীত করে এবং এর ছবি মার্কিন মুদ্রা, প্রেসিডেন্টের পতাকা, সামরিক প্রতীকসহ বিভিন্ন স্থানে দেখা যায়। তবে এতদিন এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় পাখি হিসেবে স্বীকৃত হয়নি।
টাক ঈগল উত্তর আমেরিকার স্থানীয় প্রজাতির পাখি এবং এর নতুন এই স্বীকৃতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হলো।
কেআই/এমএইচএস