Logo
Logo

আন্তর্জাতিক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত ১০টা ৩৭ মিনিটে টুইট করে এ খবর জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 

নরেন্দ্র মোদীর ঘোষণার কিছুক্ষণ আগেই দিল্লির এইমস হাসপাতালের  মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. রিমা ডাডার সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, ড. মনমোহন সিং এদিন সন্ধ্যায় নিজের বাড়িতে অজ্ঞান হয়ে যান। শুরুতে বাড়িতেই তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। পরে এইমস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। কিন্তু সব প্রচেষ্টার পরেও তার জ্ঞান ফিরিয়ে আনা যায়নি । রাত ৯টা ৫১ মিনিটে তিনি মারা গেছেন।

২০০৯ সালে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। বয়সজনিত অসুস্থতার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

ড. মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল– এই ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 

এর আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী। সেই সময়েই ভারতের অর্থনীতির উদারীকরণের যে পরিকল্পনা নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও, তা বাস্তবায়ন করেছিলেন অর্থনীতিবিদ মনমোহন সিং।

চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। এর আগে রাজ্যসভার সদস্য হিসেবে দীর্ঘদিন দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। 

মনমোহন সিংয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। ড. মনমোহন সিংয়ের হাসপাতালে ভর্তির খবর পেয়েই সেখানে যান সোনিয়া গান্ধী এবং তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কর্ণাটকের বেলগাভিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। খবর পেয়ে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী বেলগাভি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর