Logo
Logo

আন্তর্জাতিক

তিন সপ্তাহে ৫০ হাজার শরণার্থী সিরিয়ায় ফিরেছেন : জাতিসংঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৭

তিন সপ্তাহে ৫০ হাজার শরণার্থী সিরিয়ায় ফিরেছেন : জাতিসংঘ

ছবি : সংগৃহীত

আসাদ সরকারের পতনের পর তিন সপ্তাহে প্রতিবেশী দেশগুলো থেকে সিরিয়ায় ফিরে আসা শরণার্থীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন, সিরিয়ান শরণার্থীদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। 

গ্রান্ডি বলেন, সিরিয়ার অভ্যন্তরে বস্তুগত অবস্থা ভয়াবহ প্রত্যাবর্তনকারীদের এবং যারা প্রয়োজন তাদের জন্য আরও মানবিক এবং পুনরুদ্ধার সহায়তা প্রদান করতে হবে। 

সিরিয়ার কথা বলতে গেলে অবধারিতভাবে আসবে আল-আসাদ পরিবারের কথা। কেননা, টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে পরিবারটি। এর মধ্যে ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল-আসাদ। ২০০০ সালে তার মৃত্যু হয়। 

এরপর ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন তার ছেলে বাশার আল-আসাদ। বিদ্রোহীদের মাত্র ১২ দিনের অগ্রাভিযানের মুখে বাশার আল-আসাদের অবিশ্বাস্য পরাজয় বিস্মিত করেছে আন্তর্জাতিক সব মহলকে। সরকারবিরোধী বিদ্রোহীরা গত ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান আসাদ। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর