প্রথম উভচর অ্যাসল্ট জাহাজ উদ্বোধন করল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯
ছবি : সংগৃহীত
সাংহাইয়ে তাদের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক উভচর অ্যাসল্ট জাহাজ উন্মোচন করেছে চীন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান-এর নামে জাহাজের নামকরণ করা হয়েছে সিএনএস সিচুয়ান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম চায়না ডেইলি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উন্মোচন করা টাইপ ০৭৬ শ্রেণির জাহাজটি নির্মাণ করেছে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হুতোং-চোংহুয়া শিপবিল্ডিং।
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর তথ্যানুযায়ী, এই জাহাজের ওজন ৪০ হাজার মেট্রিক টনেরও বেশি। এতে ফিক্সড-উইং এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং উভচর ল্যান্ডিং ক্রাফট থাকবে। জাহাজটি দ্বীপাকৃতির সুপারস্ট্রাকচার ডিজাইন এবং পূর্ণ-দৈর্ঘ্যের ফ্লাইট ডেকের পাশাপাশি একটি ইলেক্ট্রোম্যাগনেটিক অস্ত্র দিয়ে সজ্জিত।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পর জাহাজটি চালু করা হয়। অনুষ্ঠানে চীনা নৌবাহিনীর নেতৃবৃন্দ, সিচুয়ান প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং জাহাজটির নির্মাণকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্তমানে, পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) তিনটি টাইপ ০৭৫ উভচর আক্রমণকারী জাহাজ পরিচালনা করছে। যেগুলোর নামকরণ করা হয়েছে চীনের তিনটি প্রদেশের নামে- হাইনান, গুয়াংসি এবং আনহুই।
উল্লেখ্য, সবগুলো টাইপ ০৭৫ জাহাজই হুতোং-চোংহুয়া শিপবিল্ডিং-এ নির্মিত হয়েছে। প্রতিটি জাহাজের মোট স্থানচ্যুতি প্রায় ৪০ হাজার টন এবং এদের মধ্যে বেশ কয়েকটি হেলিকপ্টার, ল্যান্ডিং ক্রাফট, এবং শতাধিক ট্যাংক ও সাঁজোয়া যান বহন করার সক্ষমতা রয়েছে।
এসবি