দ.কোরিয়ার নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন চোই সাং-মোক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১০
ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পর এবার অভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। সংসদে ভোটাভুটিতে মোট ১৯২ জন আইনপ্রণেতা তার অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। হান-এর পর, তার স্থলাভিষিক্ত হবেন অর্থমন্ত্রী চোই সাং-মোক।
তবে হান-এর অপসারণের পরও এই অভিশংসন সংবিধান ১৮০ দিনের মধ্যে আদালতের সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার দুই সপ্তাহ পরে দেশটি এবার তার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে।
শুক্রবারের ভোটাভুটিতে সংসদের মোট ১৯২ জন আইনপ্রণেতা তার অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। যদিও অভিশংসনের পদক্ষেপ সফল করার জন্য ১৫১টির বেশি ভোটের প্রয়োজন ছিল।
চলতি মাসের ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার পর দক্ষিণ কোরিয়ার সংসদে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করার পর প্রধানমন্ত্রী হান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দেশটিতে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা থেকে দেশকে মুক্ত করতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল হানের।
কিন্তু বিরোধী এমপিরা অভিযোগ করেছিলেন, তিনি ইউনের অভিশংসন প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি প্রত্যাখ্যান করছেন। এরই প্রেক্ষিতে শুক্রবার দেশটির পার্লামেন্টে বিশৃঙ্খলার মধ্যে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
তবে, বর্তমান ক্ষমতাসীন দল পিপলস পাওয়ার পার্টি (পিপিপি) এর সংসদ সদস্যরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন এবং ভোটে অংশ নেননি।
হান ডাক-সু তার অভিশংসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, ‘আমি জাতীয় সংসদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি সংবিধান আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’
এদিকে, দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। শুক্রবার কোরিয়ান ওয়ন ডলারের বিপরীতে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে। যা দেশের রাজনৈতিক অস্থিরতার সাথে সম্পর্কিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
এসবি