Logo
Logo

আন্তর্জাতিক

৬ দিন ধরে ৭০০ ফুট গভীর কুয়ায় আটকা ৩ বছরের শিশু, উদ্ধারে বিশেষ কৌশল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৮

৬ দিন ধরে ৭০০ ফুট গভীর কুয়ায় আটকা ৩ বছরের শিশু, উদ্ধারে বিশেষ কৌশল

খেলতে গিয়ে ৭০০ ফুট গভীর কুয়ায় পড়ে গেছে ভারতের রাজস্থানের রাজ্যের কোটপুতলির তিন বছরের শিশু চেতনা। গত সোমবার ওই কুয়ার ১৭০ ফুট নিচে আটকে যায় শিশুটি। তাকে উদ্ধারের জন্য দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, র‌্যাট হোল খননকারী আধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ছয় দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি তাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুয়ায় ১২০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে শিশুটি। এরই মধ্যে তার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। ফলে আশঙ্কাও বাড়ছে।

তাকে বের করতে আনতে উদ্ধারকারীরা ২০ ফুট দূরে কুয়ার সমান্তরালে ১৭০ ফুট গভীর সুড়ঙ্গ খুঁড়েছে। ইংরেজির ‘এল’ আকৃতির সেই সুড়ঙ্গ পাইলিং মেশিনের সাহায্যে বানানো হয়েছে। এবার সেই সুড়ঙ্গে নামার কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনজন অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই সুড়ঙ্গে নামার কাজ শুরু করে। স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে সুড়ঙ্গে প্রবেশ করেন তারা। 

জেলা প্রশাসন জানিয়েছে, আরও কয়েক ঘণ্টা লাগবে শিশুটিকে উদ্ধার করতে। শিশুটি যাতে ১৭০ ফুট থেকে আর নীচে চলে না যায়, তার জন্য আগেই ‘জে’ আকৃতির হুক এবং ‘আমব্রেলা বেস’ তৈরি করে আটকে রাখার ব্যবস্থা করেছে উদ্ধারকারী দল।

প্রশাসন সূত্রে খবর, ১৭০ ফুট গভীর সুড়ঙ্গে নামার পর আড়াআড়িভাবে আরও ১০ ফুট গর্ত খুঁড়তে হবে। তারপরই শিশুটির কাছে পৌঁছনো যাবে। 

কিন্তু শিশুটির পরিবার ও গ্রামবাসীদের মন মানছে না। তাদের একটাই প্রশ্ন, আর কত দেরি? কতক্ষণ লাগবে চেতনাকে উদ্ধার করতে? তার পরিবারের অভিযোগ, উদ্ধারকাজ ঠিক মতো হচ্ছে না। 

যদিও সেই অভিযোগ মানতে নারাজ জেলা প্রশাসন। তাদের পাল্টা দাবি, ঠিকভাবেই উদ্ধারকাজ এগোচ্ছে। কিন্তু বৃহস্পতিবার থেকে ভারি বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজে কিছুটা দেরি হয়। কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা করে আবার গতি বৃদ্ধি করা হয়েছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর