Logo
Logo

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫১

যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় শনিবার অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে নেতৃত্বে দেন দেশটির সিনিয়র কর্মকর্তা খলিল আল-হাইয়া। 

শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। 

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের বিবৃতি অনুযায়ী, বৈঠকের সময় গাজা যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে এমন একটি স্পষ্ট এবং ব্যাপক চুক্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়। 

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে, এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যেন সেটা হয়। 

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, আরব আমিরাত গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য কয়েক মাস ধরে ব্যর্থ আলোচনা চালিয়েছে। 

গত নভেম্বরে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা জানায় কাতার। ডিসেম্বরে যুদ্ধবিরতির আলোচনা আবারও ফেরার ঘোষণা দেয় দেশটি। এরপরই কাতারের পক্ষ থেকে হামাসের সঙ্গে বৈঠকের বিষয়টি জানা গেল। 

এদিকে গাজায় হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শনিবার রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছেন। 

সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর