Logo
Logo

আন্তর্জাতিক

কেউ তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে পারবে না : শি জিনপিং

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:২৯

কেউ তাইওয়ানকে চীন থেকে আলাদা করতে পারবে না : শি জিনপিং

ছবি : সংগৃহীত

চীনের তাইওয়ানের সাথে পুনর্মিলন কেউ ঠেকাতে পারবে না বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন বছর উপলক্ষে দেওয়া এক বার্তায় তাইওয়ানের সাথে উত্তেজনার বৃদ্ধির মধ্যেই চীনের পুনর্মিলনের প্রতি প্রতিশ্রুতি কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ২০২৫ সালের নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে, কেউই তাইওয়ানের সাথে চীনের পুনর্মিলন ঠেকাতে পারবে না।

শি জিনপিং বলেন, ‘তাইওয়ান প্রণালীর দুই পাশের আমরা চীনারা এক এবং একই পরিবারের। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনও ছিন্ন করতে পারবে না।’ 

তিনি আরও বলেন, ‘মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক মুহূর্তকে কেউ বাঁধা দিতে পারবে না।’

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট শি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। তাইওয়ানের নেতা উইলিয়াম লাই চিং-তে গত বছরের মে মাসে দায়িত্ব নেন এবং এরপর থেকে তাইওয়ান দ্বীপের অবরোধসহ তিনটি বড় সামরিক মহড়া করেছে চীনা সেনাবাহিনী। অন্যদিকে নিজেদের জরুরি প্রস্তুতি বাড়ানোর জন্য ‘টেবিলটপ অনুশীলন’ পরিচালনা করেছে তাইওয়ান।

উল্লেখ্য, পূর্ব এশিয়ার একটি দ্বীপ তাইওয়ান। যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের আবারও একত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেইজিং। 

অন্যদিকে চীনের প্রদেশ নয়, বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান। চীনা প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে সেসময় তাইওয়ান জানায়, দেশের ভবিষ্যৎ তার জনগণের হাতেই থাকবে। তবে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে বেইজিংয়ের চেষ্টার কমতি নেই। তাইওয়ান উপত্যকার চারদিকে সামরিক কর্মকাণ্ড জোরদার করেছে চীন। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর