মোট বাজেটের অর্ধেকেরও বেশি প্রতিরক্ষা খাতে : ইউক্রেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১০:০৩
-6774be92b0dfd.jpg)
ছবি : সংগৃহীত
সদ্য বিদায়ী ২০২৪ সালের মোট রাজ্য বাজেটের অর্ধেকেরও বেশি ব্যয় করা হয়েছে প্রতিরক্ষা খাতে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বৈঠকে দেওয়া ভাষণে ডেনিস শমিহাল বলেন, ‘এই বছরে, রাজ্য বাজেটের অর্ধেকেরও বেশি ব্যয় প্রতিরক্ষা খাতে পরিচালিত হয়েছে। আক্ষরিক অর্থে, দেশের অভ্যন্তরে সংগৃহীত প্রতিটি রিভনিয়া (ইউক্রেনের মুদ্রা)।’
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শেয়ার করা এই ভাষণে রাষ্ট্র ও বেসরকারি খাতের বিনিয়োগ ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ছয় গুণ বাড়িয়েছে বলে উল্লেখ করেছেন শমিহাল।
শমিহাল বলেন, দেশের প্রতিরক্ষা খাতে ৮০০টিরও বেশি সরকারি ও বেসরকারি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও বলেন যে, এক হাজারেরও বেশি ধরনের অস্ত্র এবং সরঞ্জাম পরিচালনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে অর্ধেক স্থানীয়ভাবে উৎপাদিত।
ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন, ড্রোন সেক্টরে দেশীয় উৎপাদন মোট আউটপুটের ৯৬ শতাংশেরও বেশি। আর্মি অব ড্রোনস প্রকল্পের মাধ্যমে ১.২ মিলিয়নেরও বেশি ড্রোন ক্রয় করা হয়েছে।
দেশের আর্থিক স্থিতিশীলতা সম্পর্কে তিনি বলেন, দেশের সকল অগ্রাধিকার খাতে ব্যয় পুরোপুরি অর্থায়ন করা হয়েছে। এছাড়া কিয়েভের অংশীদারদের কাছ থেকে ৪১.৭ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা সংগ্রহ করা হয়েছে।
এসবি