ছবি : সংগৃহীত
নতুন বছরের প্রথম দিনে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের এক মাসের মধ্যে লেবাননে আরও এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৭ নভেম্বর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু চুক্তি লঙ্ঘন করে এরই মধ্যে কয়েকবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল।
বুধবার (১ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলা চালিয়েছে তারা। তাদের দাবি, এ সময় হিজবুল্লাহর যোদ্ধারা গুদাম থেকে গাড়িতে করে অস্ত্র স্থানান্তর করছিল। হিজবুল্লাহর কতজন সদস্য এখানে জড়িত বা কোথায় হামলা হয়েছিল তা সামরিক বাহিনী বিস্তারিত জানায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় গাড়ি ও অস্ত্রের ডিপো উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইসরায়েল এবং লেবাননের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার প্রতি অবিচল থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য যে কোনও হুমকি দূর করতে কাজ করবে।
এর আগে ডিসেম্বরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর তিন দিন না যেতেই লেবাননে হামলা চালায় ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এসবি