ইউক্রেনকে যুদ্ধক্ষেত্র এবং আলোচনার টেবিলে লড়তে হবে : জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:০৩
ছবি : সংগৃহীত
নতুন বছরে ইউক্রেনকে অবশ্যই যুদ্ধের মাঠে এবং আলোচনার টেবিলে লড়তে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানান তিনি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন এই তিন বছর যাবৎ পৃথিবীর অন্যতম সামরিক শক্তি রাশিয়ার আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করে চলেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ইউক্রেন রাশিয়ার কাছে সাত গুণেরও বেশি নিজেদের মাটি হারিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্বভার নিলে মার্কিন সামরিক ও রাজনৈতিক সহায়তা এ বছর কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন নতুন বছরের প্রতিটা দিন আমাদেরকে ইউক্রেনের জন্য যুদ্ধ করতে হবে। এমন ইউক্রেন গড়তে হবে যা হবে শক্তিশালী। আমাদেরকে যুদ্ধক্ষেত্র এবং আলোচনার টেবিলে এই শক্তিশালী ইউক্রেনের জন্য লড়তে হবে।
জেলেনস্কি বলেন, ‘২০২৫ হতে পারে আমাদের ইউক্রেনের। আমরা জানি যে শান্তি আমাদের কাছে উপহার হিসেবে কেউ নিয়ে আসবে না। কিন্তু এই যুদ্ধকে শেষ করতে এবং রাশিয়াকে থামাতে আমরা সব কিছুই করবো। যা আমাদের সবার প্রত্যাশা।’
এর আগে গত সোমবার বাইডেন প্রশাসন ইউক্রেনের জন্য নতুনভাবে প্রায় ৬ বিলিয়ন ডলার সহায়তার অনুমোদন দেয়। অন্যদিকে ট্রাম্প বলেছিল যে, তিনি নির্বাচিত হলে ইউক্রেন সমস্যার সমাধান ২৪ ঘণ্টার মধ্যে করে ফেলবেন। এর ফলে ইউক্রেনীয়দের মনে এমন ভয়ের সঞ্চার হয়েছে যে, শান্তির বিনিময়ে তাদেরকে দখলকৃত ভূমির রাশিয়ান মালিকানা মেনে নিতে হবে।
জেলেনস্কি জাতির উদ্দেশ্যে তার ভাষণে আরও বলেছেন, আমার কোন সন্দেহ নেই যে, আমেরিকার নতুন প্রেসিডেন্ট শান্তি প্রতিষ্ঠায় সমর্থ হবেন এবং রাশিয়ার আগ্রাসনের শেষ হবে।
এসবি