২০২৪ সালে অবৈধ অভিবাসী আগমনে স্পেনের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫
ছবি : সংগৃহীত
২০২৪ সালে অভিবাসী আগমনে নতুন রেকর্ড স্থাপন করেছে স্পেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, সদ্য বিদায়ী বছরে মোট ৬৩ হাজার ৯৭০ জন মানুষ স্থল বা সমুদ্রপথে স্পেনের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে অভিবাসী প্রবেশের এ পরিমাণ ২০২৩ সালের তুলনায় ১২.৫ শতাংশ বেশি। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্পেনে আগমনের রেকর্ড ভেঙেছে তারা।
অভিবাসীদের মধ্যে প্রায় ৪৬ হাজার ৮৪৩ জন উত্তরপশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে প্রবেশ করেছিল।
গত ডিসেম্বরে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এনজিও ক্যামিনান্দো ফ্রন্টেরাস। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় প্রতিদিন গড়ে ৩০ জন প্রাণ হারিয়েছেন। ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টায় প্রায় ১০ হাজার জন মারা গেছেন।
এর আগে ২০২৩ সালে স্পেনে আসা মোট অবৈধ অভিবাসী ছিল ৫৫ হাজার ৭১৮ জন। যা ২০২২ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি এই অঞ্চলের অবৈধ অভিবাসী প্রবেশ সামাল দিতে অক্ষমতার কথা তুলে ধরেছেন, বিশেষত অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। তিনি বলেন, সেবা সরবরাহ ব্যবস্থা সংকুচিত পড়েছে এবং তাদের যথাযথ মর্যাদা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানোর মতো সক্ষম নয়।
বৃহস্পতিবার স্প্যানিশ সম্প্রচারমাধ্যম আরটিভিইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনের অভিবাসনমন্ত্রী এলমা সাইজ বলেন, সরকার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কাজ করছে। যা স্বয়ংক্রিয়ভাবে তরুণ অভিবাসীদের মূল ভূখণ্ডে স্থানান্তর করবে।
সাইজ আরও বলেন, ২০২৫ সালে দেশের নতুন অভিবাসন আইন কার্যকর হবে। এই আইনের মাধ্যমে আগামী তিন বছরে প্রতি বছর প্রায় তিন লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়া হবে।
তিনি বলেন, ‘২০২৫ সাল স্পেনকে অভিবাসীদের জন্য এক অন্তর্ভুক্তির প্রতীক এবং ঐক্যবদ্ধভাবে বসবাস করার জন্য চিহ্নিত করবে।’
এলমা সাইজ ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন চুক্তির প্রশংসা করে বলেন, ২০২৫ সালে এই চুক্তি বাস্তবায়িত হবে।
এছাড়া, স্পেনে অভিবাসনের আরেকটি প্রধান রুট ছিল সাগর পথে স্পেনের মূল ভূখণ্ড বা বালিয়ারিক দ্বীপপুঞ্জে পৌঁছানো। এই পথে ২০২৪ সালে প্রায় ১৪ হাজার ৫০০ জন অভিবাসী স্পেনে পৌঁছেছিল।
এদিকে, স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সিউটায় স্থল সীমান্ত পার হওয়া অভিবাসীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, যেখানে ২০২৩ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি প্রায় ২ হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসী প্রবেশ করেছিল।
এসবি