ভারত যাচ্ছেন রেজওয়ানা চৌধুরী, পশ্চিমবঙ্গে ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩
ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ভারতে যাচ্ছেন সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন তিনি।
৫ আগস্ট পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ঠিক এই অবস্থায় বাংলাদেশি সংগীত শিল্পীকে আমন্ত্রণ জানানোয় সিপিএমকে দোষারোপ করছে বিজেপি। গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ তুলাধুনা করেছেন এই বাম দলকে।
আগামী ১৭ জানুয়ারি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকী। ওই দিন পশ্চিমবঙ্গের নিউটাউনে 'জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ' সেন্টারের উদ্বোধন করবে সিপিএম। ওই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। এই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তোলপাড় শুরু হয়েছে।
রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি আমন্ত্রণ পেয়েছি। তবে যাওয়ার ব্যাপারে এখনো কনফার্ম করিনি। ওই দিন অন্য কোনো কাজ না পড়ে গেলে আমি যাব।’
বন্যাকে আমন্ত্রণ জানানোয় গেরুয়া দলের নেতা দিলীপ ঘোষ গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের নাগরিকরা ভারতের বিরোধিতা করছে, গালাগালি করছে। ওখান থেকেই শিল্পীদের আনতে হচ্ছে কেন? এখানে কি কোনো শিল্পী নেই? জানি না কমিউনিস্টদের বুদ্ধি কবে সোজা হবে।’
এমআই/ওএফ