Logo
Logo

আন্তর্জাতিক

সিরিয়া সফরে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬

সিরিয়া সফরে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর, সিরিয়া সফর শুরু করেছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। এই প্রথম কোন ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের সিরিয়া সফর। 

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো শুক্রবার (৩ জানুয়ারি) সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ব্যারো বলেন, এ দু’টি দেশ, ‘সিরীয়দের পরিষেবায় শান্তিপূর্ণ ও জরুরি বিবর্তন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে চায়।’

আসাদ সরকারের পতনের পর, ফরাসি জ্যঁ-নোয়েল ব্যারোর এই সফর প্রথম কোনো পশ্চিমা শীর্ষ কর্মকর্তার সিরিয়া সফর। জ্যঁ-নোয়েল ব্যারো প্রথম ব্যক্তি যিনি সিরিয়ার নতুন নেতার সাথে সাক্ষাৎ করবেন। 

বার্লিনের সূত্র মতে, তিনি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেইরবক ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে দামেস্কে একসাথে বিদ্রোহী নেতা আহমেদ-আল শারার সাথে দেখা করবেন। 

বেইরবক বলেন, যদি সিরিয়ার এই নতুন সমাজ, জাতিগোষ্ঠী কিংবা ধর্মীয় গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষকে  রাজনৈতিক প্রক্রিয়ায় একটি স্থান দেয় এবং অধিকার ও সুরক্ষা নিশ্চিত করে কেবল তখনই ইউরোপ ও সিরিয়ার মধ্যে একটি নতুন রাজনৈতিক সূচনা হতে পারে। 

তিনি বলেন, এ সব অধিকার নির্বাচনের দীর্ঘ দিনের প্রতীক্ষার কারণে কিংবা বিচার বা শিক্ষা ব্যবস্থার ইসলামিকরণের কারণে খর্ব হওয়া উচিত নয় এবং গোটা জনসংখ্যার কোন গোষ্ঠীর বিরুদ্ধে কোন রকমের প্রতিশোধ নেওয়া উচিত নয় এবং উগ্রবাদের কোন স্থান থাকা উচিত নয়। 

প্রসঙ্গত, বিরোধী বাহিনীর আচমকা আক্রমণে আসাদ সরকারের শাসনাবসান হওয়ার পর থেকে, দামেস্কে আরব ও পশ্চিমা দেশের অনেকেই যাচ্ছেন। সেসব দেশ গত প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের সময়ে আসাদ সরকারের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছিল। 

সূত্র : এপি, ভয়েস অব আমেরিকা।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর