-6778cd25a4adb.jpg)
ছবি : সংগৃহীত
বাসের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অন্য আরেকটি বাস সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা দেয়৷ ভয়ংকর এক ঘটনার সাক্ষী হলেন সানা ৷ কলকাতা শহরে বেপরোয়া বাস ধাক্কা দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানার গাড়িতে।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার কাছে দুটি বাস পাল্লা দিতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের সিটে দিকে ধাক্কা দেয় বাসটি। তার পাশের সিটেই ছিলেন সৌরভের মেয়ে সানা।
বাসের ধাক্কার সঙ্গে সঙ্গে সানার গাড়ি উল্টে যাওয়ার মত হয়েছিল। গাড়িটির ক্ষতি হলেও চালকের বিচক্ষণতায় অল্পের জন্য আঘাত লাগেনি সানার। গাড়িটির লুকিং গ্লাস ভেঙে গেছে।
গঙ্গোপাধ্যায় পরিবার জানায়, থানায় অভিযোগ করা হয়েছে ৷ ওই বাসের চালকের খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। পরে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাসচালককে। বাসটিকেও জব্দ করা হয়েছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা থাকেন লন্ডনে বিদেশে পড়াশোনা শেষ করে চাকরি করছেন প্রাক্তন ভারত ক্রিকেট দলের অধিনায়কের মেয়ে ৷ কলকাতায় এসেছেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
টিএ/এমআই