ওজন কমানোই কাল হল, ৩৮০ থেকে ১৭৪ কেজিতে আসতেই মারা গেলেন হার্ট অ্যাটাকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
ছবি : সংগৃহীত
অসাধারন শারিরীক ওজন কমানোর যাত্রা নিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার গ্যাব্রিয়েল ফ্রেইটাস। ৩৮০ কেজি থেকে ওজন কমিয়ে ১৭৪ কেজিতে আসার পর ৩৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্রাজিলের জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার।
গত ৩০ ডিসেম্বর রাতে ঘুমানোর সময় তার মৃত্যু হয়। যা তার ঘনিষ্ঠ বন্ধু রিকার্দো গোভিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গ্যাব্রিয়েল ফ্রেইটাস তার ভক্তদের মধ্যে তার অসাধারণ রূপান্তর এবং ওজন কমানোর সংগ্রামের মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফিটনেসের যাত্রা শেয়ার করে, তিনি হাজার হাজার মানুষকে মনোবল জুগিয়েছিলেন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা তৈরি করেছিলেন।
২০১৭ সালে ব্রাজিলের টিভি শো ‘প্রোগ্রাম ডো গুগু’-তে প্রথম তার গল্প তুলে ধরা হয়। যেখানে তিনি তার ৩২০ কেজি ওজন কমানোর সংকল্প এবং সাফল্য শেয়ার করেছিলেন। এক বছরের মধ্যে তিনি ২০৩ কেজি ওজন কমিয়ে ১১৪ কেজিতে পৌঁছান। যা তার জীবনযাত্রার ধরণ পরিবর্তন এবং কঠোর পরিশ্রমের প্রমাণ।
ফ্রেইটাসের আগের ওজন ছিল ৩৮০ কেজি। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ছিল ৭১ হাজার। তবে এরপর থেকেই তার দেহে নানা ধরণের রোগের লক্ষণ ধরা পড়তে থাকে।
সামাজিক মাধ্যমে ফ্রেইটাস জানিয়েছিল, তার বাবা এবং ভাইয়ের মৃত্যুর পর তার ওজন বেড়ে ৪০০ কেজিতে গিয়েছিল। তবে তার প্রধান টার্গেট ছিল কোনও অপারেশন ছাড়াই নিজের ওজন ১০০ কেজিতে নামিয়ে নিয়ে আসা।
তার বন্ধুরা জানিয়েছেন, নিজের ওজন কমানোই প্রধান টার্গেট ছিল ফ্রেইটাসের। সেই টার্গেট পূরণ করতে গিয়েই হয়তো নিজের মৃত্যু ডেকে নিয়ে এসেছিল সে। এমন একটি ডায়েট চার্ট সে তৈরি করেছিল যা তার পক্ষে ক্ষতিকারক ছিল। তাই নিজের পুষ্টির চাহিদা পূরণ করতে না পেরেই সে মৃত্যুর দিকে এগিয়ে যায়।
নিজের ওজন কমানোর দিকটি নিজের ফ্যানদের কাছে বারে বারে তুলে ধরতেন ফ্রেইটাস। সেখান থেকে তার ফ্যানরা তাকে প্রয়োজনীয় টিপসও দিতেন। নিজের ওজন কমানোর জন্য সবদিক থেকেই চেষ্টা করছিলেন তিনি। তবে এই ওজন কমানোই একদিকে তার কাল হয়ে সামনে এলো।
এসবি